মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
১০ দিনেও সন্ধান মে‌লে‌নি সাগরে নি‌খোঁজ ৫ জেলের
পি‌রোজপুর প্রতিনি‌ধি
প্রকাশ: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪, ৫:১৯ PM
সাগরে মাছ ধরতে গিয়ে পিরোজপুরের মঠবাড়িয়ার ছোটমাছুয়া গ্রামের ১২ জেলের মধ্যে ৭জন ফিরে এলেও ১০ দিনে খবর মেলেনি ৫ জেলের। 

নিখোঁজ ৫ জেলের বাড়িতে চলছে শোকের মাতম। নিখোঁজ জেলেরা হলো, ছোট মাছুয়া গ্রামের হাফেজ আলমের ছেলে বাহাদুর আলম (২২), উজ্জ্বত আলী আকনের ছেলে এমাদুল আকন (৫০), আতাহার শাহ এর ছেলে আল আজিম শাহ (৩০) মোসলেম হাওলাদারের ছেলে সালাম হাওলাদার ও পাশ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামের মোখলেস হাওলাদারের ছেলে আবদুর রহমান হাওলাদার (৫০)।

মহিপুর হাসপাতালে চিকিৎসাধীন ফিরে আসা জেলেরা জানান, গত ২৬ জুন আমরা ১২ জেলে একত্রে একটি ট্রলার নিয়ে মাছ ধরার সাগরে যাই। মাছ ধরে ৩০জুন রোববার রাতে ফেরার পথে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এসময় আমরা সাতরিয়ে ফিরে আসতে পারলেও অন্য ৫ জনার খবর আজও পাইনি।

সম্প্রতি নবনির্বাচিত মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান এড. বায়জিদ আহম্মেদ খান সরজমিনে গিয়ে জেলে পরিবারকে সার্বিক সহয়তা ও নিখোঁজদের উদ্ধারের আশ্বাস দেন। 

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম জানান,  সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ৫ জেলেকে উদ্ধারের চেষ্ঠা চলছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত