বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ ১১ বৈশাখ ১৪৩২
বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
চতুর্থ দিনের মতো কর্মবিরতিতে ইবির শিক্ষক-কর্মকর্তারা
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুলাই, ২০২৪, ৪:৫২ PM
সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভূক্তি বাতিলের দাবিতে টানা চতুর্থ দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক-কর্মকর্তারা। এছাড়াও পৃথক সময়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। 

শনিবার (৬ জুলাই) সকাল নয়টা থেকে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি নেতৃত্বে প্রশাসন ভবনের নিচ তলায় অবস্থান কর্মসূচি পালন করেন কর্মকর্তারা। তারা দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন। অন্যদিকে দুপুর ১২টা থেকে শিক্ষক সমিতির নেতৃত্বে অনুষদ ভবনের নিচ তলায় এক ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। 

এদিকে, শিক্ষক-কর্মকর্তাদের কর্মবিরতির ফলে স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম। শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন ঘুরে দেখা যায় দপ্তরগুলোতে কর্মকর্তারা কোন কাজ করছেন না। 

শিক্ষার্থীদেরে সেবা সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়নি। এছাড়া শিক্ষকদের কর্মবিরতির কারণে কোন ধরনের ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা গেছে পূর্ব সূচি অনুযায়ী শনিবার ১৪টি বিভাগের পরীক্ষা ছিল, এর কোনটিই অনুষ্ঠিত হয়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত