ব্রহ্মপুত্র নদের পানি সমতল স্থিতিশীল আছে অপরদিকে যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি সমতল ধীর গতিতে হ্রাস পেতে পারে অপরদিকে যমুনা নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।
গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানি সমতল সার্বিকভাবে হ্রাস পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন উজানে আগামী ২৪ ঘন্টায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামী ২৪ ঘন্টায় কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলার ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদী সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যার পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।
আগামী ৪৮ ঘন্টায়, পদ্মা নদী গোয়ালন্দ পয়েন্টে সতর্কসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। আগামী ২৪ ঘন্টায় উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন নিম্নাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।
আগামী ২৪ ঘন্টায় দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার ও ঘাঘট নদীসমূহের পানি সমতল সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে। এর ফলে তিস্তা নদীর পানি সমতল কতিপয় পয়েন্টে স্বল্পমেয়াদে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং ধরলা, দুধকুমার ও ঘাঘট নদী সংলগ্ন কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার কতিপয় নিম্নাঞ্চল বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হতে পারে।
আগামী ২৪ ঘন্টায় দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলের যমুনাশ্বরী, করতোয়া, বাঙ্গালী, আপার করতোয়া, পুর্নভবা, টাঙ্গন, ইছামতি-যমুনা, আত্রাই, মহানন্দা এবং ছোট যমুনা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে।
বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত স্টেশন (সে.মি.): ২১ টি
পাটেশ্বরী (দুধকুমার) +২২, কুড়িগ্রাম (ধরলা) +০১, গাইবান্ধা (ঘাঘট) +৩৬, নুনখাওয়া (ব্রহ্মপুত্র) +৬৪, হাতিয়া (ব্রহ্মপুত্র) +৭১, চিলমারী (ব্রহ্মপুত্র) +৭২, ফুলছড়ি (যমুনা) +৮৬, বাহাদুরাবাদ (যমুনা) +৯৩, সাঘাটা (যমুনা) +৯৪, সারিয়াকান্দি (যমুনা) +৫৯, কাজিপুর (যমুনা) +৫৯, জগন্নাথগঞ্জ (যমুনা) +১১৫, সিরাজগঞ্জ (যমুনা) +৫৯, পোড়াবাড়ী (যমুনা) +২০, কানাইঘাট (সুরমা) +৬৪, অমলশিদ (কুশিয়ারা) +১১৫, শেওলা (কুশিয়ারা) +৩০, মারকুলি (কুশিয়ারা) +৩০, দিরাই (পুরাতন-সুরমা) +০২, কলমাকান্দা (সোমেশ্বরী) +৩৭ এবং মেঘনা ব্রিজ (মেঘনা) +১৩।
গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে উল্লেখযোগ্য বৃষ্টিপাত (মি.মি.)
পঞ্চগড় ১৭৫.০, ঠাকুরগাঁ ১৪১.০, কক্সবাজার ১২০.০, ডালিয়া (নীলফামারী) ১১৫.০, রংপুর ১০৯.০, রোহানপুর (চাঁপাই নবাবগঞ্জ) ৯২.০, ময়মনসিংহ ৬৩.০, লরেরগড (সুনামগঞ্জ) ৬২.০, রাজশাহী ৫৭.০, বদরগঞ্জ (রংপুর) ৫৭.০, মহাদেবপুর (নওগাঁ) ৫৬.০, বরগুনা ৫৪.০, চাঁপাই নবাবগঞ্জ ৫০.০, পটুয়াখালী ৪৭.০ এবং জারিয়াঞ্জাইল (নেত্রকোনা) ৪৭.০।
গত ২৪ ঘণ্টায় দেশের উজানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত (মি.মি.): জলপাইগুড়ি (পশ্চিম বঙ্গ) ১৫৪.০, কোচবিহার (পশ্চিম বঙ্গ) ১২৬.০, দার্জিলিং (পশ্চিম বঙ্গ) ১১৭.০, কালিমপং (পশ্চিম বঙ্গ) ৯৩.০, চেরাপুঞ্জি (মেঘালয়) ৯০.০ এবং গোয়ালপাড়া (আসাম) ৪৯.০।