শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
বিস্কুটের লোভ দেখিয়ে শিশুদের যৌন নিপীড়ন!
যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুলাই, ২০২৪, ৮:২১ PM
যশোরের শংকরপুরে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে ঘরে নিয়ে দুই শিশুর যৌন নিপীড়নের অভিযোগে ধরে হাবিব নামে এক ব্যাক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে শংকরপুর ইসহাক সড়কে। 

আটক হাবীব ওই এলাকার মৃত চাঁন আলীর ছেলে। তিনি যশোর শিক্ষাবোর্ডের অবসর প্রাপ্ত পিয়ন। হাবীবের নিজ বাড়ির নিচের একটি রুম থেকে স্থানীয়রা হাবিবকে হাতে নাতে আটক করে। পরে ওই দুই শিশুকে উদ্ধার করে। এ সময় শতশত লোকজন ঘটনাস্থলে এসে হাবিবের বিচারের দাবিকে বিক্ষোভ করতে থাকে। 

ওই দুই শিশুর মধ্যে একজনের মা জানান, একসময় তিনি হাবীবদের বাড়িতে ঝি এর কাজ করতেন। এমনকি ওই বাড়িতেই ভাড়া থাকতেন। বর্তমানে তারা ডালমিল এলাকায় বসবাস করলেও শংকরপুরের বিভিন্ন বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। তার মেয়ে ও আরেক শিশু দুই বান্ধবী। তারা দুইজনেই শংকরপুরের একটি স্কুলের তহৃতীয় শ্রেণিতে  লেখাপড়া করে। 

শনিবার দুপুরে ওই দুই শিশু হাবিবের বাড়ির সামনে বৃষ্টিতে ভিজছিলো। এমন সময় হাবিব ওই দুই শিশুকে বিস্কুটের লোভ দেখিয়ে তার বাড়ির নিচতলার একটি ফাঁকা রুমে নিয়ে খারাপ কাজ করার চেষ্টা করে। এসময় ওই দুজনেই চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে ওই দুই শিশুকে উদ্ধার করে ও হাবীবকে ধরে আটকে রাখে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে হাবিবকে আটক করে থানায় নিয়ে যায়। 

অপর শিশুর মা জানান, তার শিশু মেয়ের কাছ থেকে জানতে পেরেছেন হাবিব বিভিন্ন সময় তাকে বাজে কথাবার্তা বলতেন। সর্বশেষ শনিবার ঘরে নিয়ে খারাপ কাজ করার চেষ্টা করে। 

এ বিষয়ে কোতয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে তিনি নিজে ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এসময় হাবিবকে আটক করা হয়। এবিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ওই শিশুর মা মামলা দিলে তা গ্রহন করা হবে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত