নেত্রকোণার কেন্দুয়ায় এইচএসসি পরীক্ষা-২০২৪ এ ইংরেজি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ৪পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে ।
রবিবার (৭জুলাই) সাড়ে বারোটায় কেন্দুয়া সরকারি কলেজ মূল কেন্দ্রে ইংরেজি ২য় পত্রে নকলের করার অপরাধে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত শিক্ষার্থী উপজেলার মাওলানা মোহাম্মদ আলী ছিদ্দিকী কলেজের অনিয়মিত ছাত্র।
অপরদিকে গত সোমবার (৪জুলাই) দুপুর পৌণে ১টার দিকে উপজেলার সায়মা শাহজাহান একাডেমি ভেন্যু পরীক্ষা কেন্দ্রে ইংরেজি১ম পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার সময় তিন জনকে বহিস্কার করা হয়।
বহিস্কৃত তিন পরীক্ষার্থীই কেন্দুয়া সরকারি কলেজের শিক্ষার্থী। তাদের মধ্যে দু'জন ছেলে এবং একজন মেয়ে। তারা তিনজনই মানবিক শাখার নিয়মিত শিক্ষার্থী।
সর্বোপরি ইংরেজি ১ম +২য় পত্রের পরীক্ষায় মোট ৪ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
উপজেলার কেন্দুয়া সরকারি কলেজ মূল কেন্দ্র ও সায়মা শাহজাহান একাডেমি ভেন্যু পরীক্ষা কেন্দ্রের সচিব এবং কেন্দুয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.জাহাঙ্গীর হোসেন তালুকদার এতথ্য নিশ্চিত করে বলেন, পরীক্ষার হলে দায়িত্বে থাকা কর্মকর্তা ওই চার পরীক্ষার্থীর অসদুপায় অবলম্বনের বিষয়টি টের পান। কেন্দ্র সচিব পরীক্ষার্থীদের অসদুপায় অবলম্বনের বিষয়টি সত্যতা যাচাই করে নিশ্চিত হন। পরে তাদেরকে বহিষ্কার করেন তিনি।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ জান্নাত বলেন, পরীক্ষা হলে কোনভাবেই কোন অসদুপায় গ্রহণ করা যাবে না। পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, পড়াশোনা করেই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। বর্তমান সরকার সম্পূর্ণভাবে নকল মুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত করায় বদ্ধপরিকর।
কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার বহিষ্কার বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, অসদুপায় অবলম্বন করায় তাদেরকে বহিষ্কার করা হয় এবং আগামী পরীক্ষায় যাতে করে কেউ অসদুপায় অবলম্বন না করে সেজন্য সকল সর্তক করেন তিনি।