জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন মানিকগঞ্জ জেলা কারাগারের জেলার মোহাম্মদ মাহবুব কবির। এসময় অত্র দপ্তরের তিন কর্মচারীকেও অনুরূপ পুরস্কার প্রদান করা হয়।
রোববার (৭ জুলাই) সকালে জেলা কারাগারের সুযোগ্য জেল সুপার মো: বজলুর রশিদ আকন্দ সততা, নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতি স্বরুপ অত্র দপ্তরের এক জন কর্মকর্তা ও তিন জন কর্মচারীকে জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২৩-২০২৪ প্রদান করেন।
জেলার মোহাম্মদ মাহবুব কবির বলেন, সরকারের এই প্রশংসনীয় উদ্যোগ নিঃসন্দেহে কর্মজীবনে ইতিবাচক সাড়া ফেলবে। কর্মকর্তা কর্মচারীরা আরো দক্ষতা ও নিষ্ঠার সাথে পেশাগত দায়িত্ব পালন করবেন।
জেলা কারাগার মানিকগঞ্জ এর জেল সুপার মোঃ বজলুর রশিদ আখন্দ বলেন, পেশাগত দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে পেশাগত দায়িত্ব পালন করায় জেলার মোহাম্মদ মাহবুব কবির, প্রধান কারারক্ষী নাসির উদ্দীন, কারারক্ষী মো: ফারুক হোসেন ও কারারক্ষী সজীব কুমার দাসকে বিশেষ সম্মাননা স্বরুপ ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এ সময় তাদের চাকুরী জীবনে সফলতা কামনা করা হয়।
জেলা কারাগার কর্তৃক আয়োজিত শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে অন্যান্য কর্মকর্তা কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।