মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
জন্মের ১৫ দিনের মাথায় সন্তানকে জীবন্ত দাফন!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ জুলাই, ২০২৪, ৪:৩৭ PM
দুই সপ্তাহ আগেই জন্ম নিয়েছে নবজাতক মেয়ে সন্তান। কিন্তু তার চিকিৎসা করানোর মতো আর্থিক সক্ষমতা নেই- এমন দাবিতে নিজের সেই শিশু সন্তানকে জীবন্ত দাফন করেছেন এক ব্যক্তি।

মর্মান্তিক ঘটনা ঘটেছে পাকিস্তানের সিন্ধ প্রদেশে। অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অপরাধ স্বীকার করেছেন তিনি। রোববার (৭ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম।

পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সিন্ধ প্রদেশের থারুশাহতে নিজের ১৫ দিন বয়সী মেয়ে শিশুকে জীবন্ত কবর দেয়ার মতো জঘন্য অপরাধের দায়ে তৈয়ব নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। 

নিজের অভাবের কথা উল্লেখ করে তৈয়ব দাবি করেছেন, তিনি তার শিশু কন্যার চিকিৎসার খরচ বহন করতে পারছিলেন না। আর এ কারণেই তাকে বস্তায় ভরে দাফন করেন তিনি।
 
পুলিশ অভিযুক্ত তৈয়বের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং সে ইতোমধ্যেই তার অপরাধের স্বীকারোক্তি দিয়েছে। আদালতের নির্দেশের পর শিশুটির লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত