মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
ভূঞাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুলাই, ২০২৪, ৪:৪০ PM আপডেট: ০৮.০৭.২০২৪ ৬:১৯ PM
টাঙ্গাইলের ভূঞাপুরে ঘাটান্দি আলহাজ্ব খন্দকার হায়দার আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুলাই) দুপুরে বিদ্যালয় মাঠে আলহাজ্ব খন্দকার হায়দার আলী স্মৃতি কল্যাণ সংস্থার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবছর এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ৭জন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে ক্রেষ্ট ও নগদ অর্থ প্রদান  করা হয়। পরে প্রতিষ্ঠান প্রাঙ্গণে বৃক্ষ রোপন করা হয়।

এতে আলহাজ্ব খন্দকার হায়দার আলী স্মৃতি কল্যাণ সংস্থার সভাপতি অধ্যক্ষ মোঃ বজলুর রশিদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পুলিশের সাবেক এডিশনাল আইজিপি ও ডিএমপি কমিশনার এবং আলহাজ্ব খন্দকার হায়দার আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা খন্দকার গোলাম ফারুক।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ, ইবরাহীম খাঁ সরকারি কলেজের সাবেক অধ্যাপক শংকর দাশ, সাবেক যূগ্ম সচিব মোঃ শফিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক আব্দুস ছালাম, গৌরিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ খাইরুজ্জামান ভূঁইয়া, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, ইকবাল হোসেন তালুকদার, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক মামুন তরফদার প্রমূখ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত