নেত্রকোণার কেন্দুয়ায় বঙ্গবন্ধু জাতীয় ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট ২০২৪-এর চূড়ান্ত খেলা অনুষ্টিত হয়েছে ।
রবিবার (৭জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার মাসকা ইউনিয়নের রামচন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে
এখেলা অনুষ্ঠিত হয় ।
সান্দিকোনা ইউনিয়ন বনাম গন্ডা ইউনিয়ন মধ্যকার এখেলাটি অনুষ্ঠিত হয়। নির্ধারণ সময়ে খেলাটি শেষ না হওয়ায় ট্রাইব্রেকারে ৭-৬ গোলে জয় ছিনিয়ে নেয় গন্ডা ইউনিয়ন পরিষদ একাদশ বিজয়ী হয়।
খেলা শুরুর পূর্বেই উপজেলা নির্বাহী অফিসার ও টুর্নামেন্ট সভাপতি ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে চূড়ান্ত খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূঞা ।
উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মোঃ আশরাফ উদ্দিনের সঞ্চালনায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদার ।
পুরস্কার বিতরণ কালে তিনি তাঁর বক্তব্যে উভয় দলের ভূয়সী প্রশংসা করেন এবং শান্তি ও শৃঙ্খলায় খেলার সমাপ্তি হওয়ায় সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের বাবা মোঃশামসুল হক তালুকদার , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ জান্নাত, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এনামুল হক পিপিএম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আজিজুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ কামরুজ্জামান চৌধুরী, ইউপি চেয়ারম্যানবৃন্দ, রেডক্রিসেন্টর সদস্যবৃন্দ, পুলিশ সদস্যবৃন্দ, বিভিন্ন শ্রেণী-পেশার অসংখ্য দর্শনার্থীসহ সাংবাদিকবৃন্দ ।
উল্লেখ্য,গত ৩জুলাই কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সান্দিকোনা স্কুল এন্ড কলেজ মাঠে পৌরসভাসহ কেন্দুয়া উপজেলা ১৪টি ইউনিয়ন দলের সমন্বয়ে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন সূচনা করা হয়েছিল।