বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মনির হোসেন মিয়া, ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহিদা বেগম তাদের দায়িত্ব গ্রহণ করেছেন।
দায়িত্বভার গ্রহন উপলক্ষে সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু আব্দুল্লাহ খানের সভাপতিত্বে বিদায়ী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী এর কাছ থেকে চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহন করেন।
এ সময় বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, বিদায়ী ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহিদা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার, সৈকত গূহ পিকলু, গোলাম হাফিজ মৃধা, ফারুক হোসেন মোল্লা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।
প্রসংগত, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে (স্থগীত) গত ৯ জুন নির্বাচনে মনির হোসেন মিয়া চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহিদা বেগম বিজয়ী হন।