চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের জন্য নতুন কোনো করারোপ ছাড়াই প্রায় ১শ’ ১৭ কোটি ৩৮ লাখ ১৬০ হাজার ২শ ৫০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার বিকালে পৌরসভার নবনির্মিত হলরুমে সাংবাদিক ও সুধী সমাবেশে চলতি অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন পৌর মেয়র আ.স ম.মাহবুব-উল আলম লিপন।
এবারের বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২৪ কোটি ৬২ লাখ ১ হাজার ২৫০ টাকা এবং ব্যয় ২৩ কোটি ৭৭ লাখ ৪৫ হাজার টাকা।
২০২৪-২০২৫ অর্থ বছরের হাজীগঞ্জ পৌরসভার রাজস্ব বাজেটের পরিমান= ৩০ কোটি ০৩ লক্ষ ৪৬ হাজার ২৫০ টাকা। তন্মধ্যে নিজস্ব রাজস্ব আয়ের পরিমান =২৪ কোটি ৬২ লক্ষ ০১ হাজার ২৫০টাকা। পানির রাজস্ব আয়ের পরিমান ০৫ কোটি ৪১ লক্ষ ৪৫ হাজার টাকা। সর্বমোট রাজস্ব আয়ের পরিমান =৩০ কোটি ০৩ লক্ষ ৪৬ হাজার ২৫০ টাকা। নিজস্ব রাজস্ব ব্যয়ের পরিমান=২৩ কোটি ৭৭ লক্ষ ৪৫ হাজার টাকা এবং পানি রাজস্ব ব্যয় ধরা হয়েছে ০৪ কোটি ৮৪ লক্ষ ৩০হাজার টাকা। সর্বমোট রাজস্ব ব্যয়ের পরিমান =২৮ কোটি ৬১ লক্ষ ৭৫ হাজার টাকা এবং রাজস্ব উদ্বৃত্ত থাকবে =০১ কোটি ৪১ লক্ষ ৭১ হাজার ২৫০ টাকা।
উন্নয়ন আয় ধরা হয়েছে ৮৭ কোটি ৩৫ লাখ ১৪ হাজার এবং ব্যয় ৮৪ কোটি ৮ লাখ ৪০ হাজার টাকা। বাজেটে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ১শ’ ১২ কোটি ৭০ লাখ ১৫ হাজার টাকা। উদ্বৃত্ত থাকবে ৪ কোটি ৬৮ লাখ ৪৫ হাজার ২শ ৫০ টাকা।
গত ২০২৩-২৪ অর্থ বছরে হাজীগঞ্জ পৌরসভার বাজেটের পরিমাণ ছিলো প্রায় ১শ’ ১৫ কোটি ৪ লাখ ১ হাজার ৫শ’ টাকার
বাজেট ঘোষনার পূর্বে বক্তব্য রাখেন, পৌরসভার প্যানেল মেয়র-১ ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারী, পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সফিকুর রহমান, টিলসিসির সদস্য মো. হারুন অর রশিদ প্রমুখ। শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, বাস টার্মিনাল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. ফয়সাল আহমেদ।
বাজেট পরবর্তীতে প্রশ্নত্তোর পর্বে সংবাদকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন, খালেকুজ্জামান শামীম, মহিউদ্দিন আল আজাদ, মোহাম্মদ হাবীব উল্যাহ ও জহিরুল ইসলাম জয় প্রমুখ।
এসময় প্যানেল মেয়র- ২ আজাদ হোসেন, প্যানেল মেয়র-৩ রোকেয়া বেগম, কাউন্সিলর মাইনুদ্দিন মিয়াজী, আলাউদ্দিন মুন্সী, মোহাসীন ফারুক বাদল, সুমন তপদার, মো. শাহআলম, কাজী মনির হোসেন, হাজী কবির হোসেন, মো. বিল্লাল হোসেন, সাদেকুজ্জামান মুন্সী ও মো. শাহআলমসহ সুধীজন ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।