মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
প্রতারণার অভিযোগে ভুয়া আইনজীবী গ্রেফতার
বরিশাল ব্যুরো
প্রকাশ: সোমবার, ৮ জুলাই, ২০২৪, ৭:৪৪ PM
আইনজীবী পরিচয়ে এক নারীর সঙ্গে প্রতারণার অভিযোগে থেকে ভুয়া আইনজীবী জাহাঙ্গীর আলমকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৮ জুলাই) সকালে বরিশাল আদালত পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।  কোতোয়ালি মডেল থানার ওসি এটিএম আরিচুল হক। জাহাঙ্গীর আইনজীবী পরিচয়ে এক বছর ধরে মুন্নি বেগম নামে এক নারীর সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

বিষয় অন্যান্য আইনজীবীদের নজরে আসলে জাহাঙ্গীরকে পুলিশে তুলে দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী মুন্নি বেগম বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা করেছেন।

আটক ভুয়া আইনজীবী জাহাঙ্গীর আলম (৫৫) বাবুগঞ্জ উপজেলার সিংহেরকাঠী গ্রামের রহমান খানের ছেলে। ভুক্তভোগী মুন্নি বরিশাল জেলার মুলাদী উপজেলার দক্ষিণ কাজিরচর এলাকার সামছুল হক মৃধার স্ত্রী।

ভুক্তভোগী মুন্নি বলেন, গত এক বছর আগে জাহাঙ্গীর আলম নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে প্রতারণা করেছে। জাহাঙ্গীরের কাছে একটি জমাজমি সংক্রান্ত মামলা করার জন্য গেলে ২৭ হাজার টাকা নেন।

এরপর বিভিন্ন সময়ে নানান অজুহাতে আরও কিছু টাকা নেয় জাহাঙ্গীর। তবে আজ পর্যন্ত মামলার কোনো কাগজপত্র দেয়নি তিনি।

এ বিষয় নিয়ে সোমবার আদালত প্রাঙ্গণে জাহাঙ্গীরের সঙ্গে কথা কাটাকাটি হয়। তখন আদালতে উপস্থিত থাকা আইনজীবীরা জাহাঙ্গীরের সঙ্গে কথা বলেন।

তখন প্রকৃত আইনজীবীরা জাহাঙ্গীরের প্রতারণা জানতে পেরে পুলিশে তুলে দেয়। এর আগে উপস্থিত আইনজীবীরা ভুয়া আইনজীবী জাহাঙ্গীরের বুকে বিভিন্ন লেখা সম্বলিত কাগজ টাঙিয়ে ঘুরে ঘুরে আদালত পাড়ার সেবা প্রত্যাশীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

ওসি আরিচুল হক বলেন, জাহাঙ্গীর নামের এক ব্যক্তি নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে এক নারীর সঙ্গে প্রতারণা করে আসছিল। আইনজীবীরা অভিযুক্তকে পুলিশে তুলে দিয়েছে। তার বিরুদ্ধে ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা করেছেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত