বিভিন্ন প্রকল্পের অনিয়ম ধামা চাপা দিতে নীলফামারী সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিভিন্ন সংবাদ কর্মীদের মাঝে অর্থ বিতরণ করার অভিযোগ উঠেছে।
সোমবার (৮ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন সংবাদ কর্মীদের পত্রিকা ও অনলাইনের আইডি কার্ড এর ফটোকপি জমা নিয়ে, ২ থেকে ৩ হাজার টাকা প্রদান করছেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে এ চিত্র ধরা ধরা পড়ে। তিনি বিভিন্ন সংবাদ কর্মীর ভিজিটিং কার্ডে ২ হাজার আবার কারো ক্ষেত্রে ৩ হাজার টাকার মার্ক করে দিচ্ছেন।
২০২৩/২৪ অর্থবছরের গ্রামীন অবকাঠামো উন্নয়ন টিআর, কাবিখা সহ বিভিন্ন ব্রিজ কালভার্ট নির্মাণের অনিয়ম ঢাকতে এ অর্থ বিতরণ করছেন বলে অভিযোগ উঠেছে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায় এর বিরুদ্ধে।
নাম প্রকাশ না করা শর্তে ১২ থেকে ১৪ জন সংবাদ কর্মী জানিয়েছেন আমরা দু হাজার করে পেয়েছি, কেউ তিন হাজারও পেয়েছে।
এ বিষয়ে নীলফামারী সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায় জানান, এর চেয়ে বেশি কিছু করা সম্ভব না। আপনারা আমার প্রকল্পের নিউজ করেন।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অর্থ বিতরণের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মো: আশরাফুল হক জানান,এ বিষয়ে আমি কিছু জানিনা। বিষয় টি খোঁজ নিচ্ছি।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: আব্দুর করিম এর মোবাইল ফোন বন্ধ থাকায় । বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ জানিয়েছেন এ বিষয়ে জানানেই, বিষয় টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।