বাংলাদেশ বির্নিমাণে প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে এই শ্লোগানকে সামনে রেখে (৯ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত উপজেলা শিক্ষা অফিসার( প্রাথমিক) ফেরদৌসী বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাতীবান্ধা ও পাটগ্রাম আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি। এসময়ে দিকনির্দেশনা মূলক বক্তব্যে তিনি বলেন, শিক্ষক হলো জাতি গড়ার কারিগর।
শিক্ষার মাধ্যমে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের সঠিক চলার পথ শিখাতে হবে। শিক্ষার মানোন্নয়ন ও শিশুদের সুশিক্ষায় গড়ে তুলতে সবাইকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন আমি আপনাদের পাশে আছি- থাকবো।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন মিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান শার্মিন সুলতানা সাথি, সহকারী শিক্ষা অফিসার বেলাল হোসেন,মিঠুন চন্দ্র বর্মন প্রমূখ।