মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
ফোনে আড়ি পাতার অনুমতি পেল গোয়েন্দা সংস্থা!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ১:১৬ PM আপডেট: ১১.০৭.২০২৪ ১:৩৭ PM
এবার নাগরিকদের ফোনে আড়ি পাতার বৈধতা পেল পাকিস্তানের সামরিক বাহিনী পরিচালিত গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সকে (আইএসআই)। দেশটির আইনমন্ত্রী আজম নাজিম তারার এ তথ্য নিশ্চিত করেছেন। 

আইনমন্ত্রী বলেছেন, কেবল অপরাধী ও সন্ত্রাস-নাশকতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ফোন ট্র্যাক করতে পারবে আইএসআই। এর বাইরে যদি কারো ফোনে আড়ি পাতার ঘটনা ঘটে, সেক্ষেত্রে সরকার পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় এ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘দেশের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিধি জারি করা হয়েছে। যদি কেউ এই বিধির অপব্যবহার করেন, তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।’

পাকিস্তানের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে একটি চিঠি দিয়েছে আইন মন্ত্রণালয়। সেই চিঠিতে বলা হয়েছে, ‘জাতীয় নিরাপত্তা এবং যে কোনো ধরনের সম্ভাব্য সন্ত্রাসী হামলা ঠেকাতে পাকিস্তানের সরকার, কর্মকর্তাদের ফোনকল ও ক্ষুদে বার্তা (মেসেজ) ট্র্যাক করার অনুমতি দিয়েছে সরকার। সরকার সন্তুষ্ট চিত্তে এই অনুমতি দিয়েছে।’

পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআরের কাছে বার্তা সংস্থা রয়টার্স এসব বিষয়ে মন্তব্য জানতে চাইলে কোনো সাড়া মেলেনি।

সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এ বিষয়ে আদালতের দ্বারস্থ হওয়ারও ঘোষণা দিয়েছেন পিটিআই নেতা ওমর আইয়ুব। 

তিনি জানান, গোয়েন্দা সংস্থাটি তাদের এ ক্ষমতা সরকারি দলের আইনপ্রণেতাদের বিরুদ্ধেও ব্যবহার করতে পারে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত