মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
শ্রীমঙ্গল শহরের স্টেশন রোডে অবৈধ স্থাপনা উচ্ছেদ
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ২:৩৫ PM
শ্রীমঙ্গল শহরের স্টেশন রোডে রাধানাথ সিনেমা হলের সামনের ব্যবসায়ীদের ফুটপাতের উপর অবৈধভাবে তৈরি করা টিনের সেড অপসারন করেছে শ্রীমঙ্গল পৌরসভা কর্তৃপক্ষ। 

শ্রীমঙ্গল পৌরসভা সুত্র জানায়, ফুটপাতের উপর অবৈধভাবে টিনের শেড নির্মাণ করে দীর্ঘদিন থেকে ব্যবসা পরিচালনা করে আসছিল ব্যবসায়ীরা। এতে করে সাধারণ পথচারীদের ফুটপাত দিয়ে চলাচলে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছিল। 

বিষয়টি পৌর কর্তৃপক্ষের নজরে আসলে পৌরসভার পক্ষ থেকে টিনের সেড দ্রুত অপসারণ করে নিতে ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়। দীর্ঘদিনেও অবৈধ স্থাপনা অপসারন না করায় আজ বৃহস্পতিবার পৌরসভার পক্ষ থেকে অবৈধ স্থাপনা অপসারণের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়। 

পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধুর নির্দেশে অভিযানের নেতৃত্ব দেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র মো. কাজী আব্দুল করিম, কাউন্সিলর চয়ন রায়, কাউন্সিলর মো. হানিফ চৌধুরীসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারবৃন্দ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত