মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
৭ দফা দাবী বাস্তবায়নে হরিজন ঐক্য পরিষদের মানববন্ধন
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ৩:৩৯ PM
৭ দফা দাবী বাস্তবায়নে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ব্যানারে।বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে ঘন্টাব্যাপী কর্মসুচি শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারক লিপি প্রদান করেন আয়োজক সংগঠনের নেতারা।

মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ নীলফামারী জেলা কমিটির সভাপতি মেঘুরাম বাঁশফোর।

বক্তব্য দেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ নীলফামারী জেলা কমিটির সাধারণ সম্পাদক  মাসুদ বাঁশফোর, সিনিয়র সহ-সভাপতি কালু বাঁশফোর, সহ-সভাপতি মধু বাঁশফোর, সহ-সাংগঠনিক সম্পাদক জীবন বাঁশফোর, সহ-সাধারণ সম্পাদক ছোট নয়ন বাঁশফোর, মহিলা বিষয়ক সম্পাদক মালতি রানী বাঁশফোর ও হরিজন মানব উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক বাদল বাঁশফোর।

অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ নীলফামারী জেলা কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক সঞ্চিত বাঁশফোর।

বক্তারা ঢাকায় হরিজন মিরনজিল্লার কলোনী উচ্ছেদ বন্ধ, স্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা, ভুমিহীনদের পুর্নবাসন, চাকুরী স্থায়ী করণ, ২০১২ সালের কোটার নির্দেশনা বাস্তবায়ন ও বৈষম্য নিরোধ আইন প্রবর্তণের দাবী জানানো হয়।

পরে দাবী বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর জেলা প্রশাসক মাধ্যম স্মারকলিপি প্রেরণ করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ফারুক আল মাসুদ।

এ সময় আয়োজক সংগঠনের সভাপতি মেঘুরাম বাঁশফোর ও সাধারণ সম্পাদক মাসুদ বাঁশফোর উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত