শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতির উন্নয়ন সম্ভব নয়। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার নিরলস ভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। আজকের শিক্ষার্থীরাই আগামীতে দেশের নেতৃত্ব দিবেন।
গত বৃহস্পতিবার বগুড়ার কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে এসএসসি, দাখিল ও ভোকেশনাল/২৪ পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৮ জন শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন জাসদ (ইনু) বগুড়া জেলা শাখার সভাপতি বগুড়া-৪, (কাহালু-নন্দীগ্রাম) এলাকার সংসদ সদস্য আলহাজ্ব একেএম রেজাউল করিম তানসেন।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আল্ হাসিবুল হাসান কবিরাজ সুরুজ,সহকারী কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুদ,মহিলা ভাইস চেয়ারম্যান আছমা খাতুন।
একাডেমিক সুপার ভাইজার লিফাত আরা খানমের সঞ্চালনায়,অন্যান্যাদের মাঝে উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডাঃ নীল রতন দেব,কাহালু থানা পুলিশ পরিদর্শক আশরাফুল আলম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও একটি করে ফলজ বৃক্ষের চারা বিতরণ করেন।