মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
দিনাজপুরে পরিবার পরিকল্পনা কার্যক্রমে শ্রেষ্ঠ চেয়ারম্যানের পুরষ্কার বিতরণ
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ৩:৫৬ PM
পরিবার পরিকল্পনা, মা-শিশুস্বাস্থ্য ও কৈশোরকালীন প্রজননস্বাস্থ্য কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে পুরষ্কারে ভূষিত হয়েছেন। 

“অর্ন্তভুক্তি মূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে মো. মোস্তফা কামাল এর হাতে সম্মাননা ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূর-এ-আলম।  

বৃহস্পতিবার (১১ জুলাই) শহরের বালুবাড়িস্থ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় মিলনায়তনে পরিবার পরিকল্পনা দিনাজপুর এর উপ-পরিচালক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূর-এ-আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ এএইচএম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী। 

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. ওবায়দুর রহমান। জেলার পরিবার পরিকল্পনা কার্যক্রমের চলমান অগ্রগতি তুলে বক্তব্য রাখেন সহকারী পরিচালক (সিসি) ও ডিস্ট্রিক কনসালটেন্ট ডাঃ মো. রেজাউল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আফসার আলী, সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল। 

অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা, মা-শিশুস্বাস্থ্য ও কৈশোরকালীন প্রজননস্বাস্থ্য কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল-কে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে সম্মাননা ও সনদপত্র দিয়ে পুরষ্কিত করা হয়। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে জেলা পর্যায়ে ৯ জন ও উপজেলা পর্যায়ে ৮ জনকে পুরষ্কিত করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত