মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
কেন্দুয়ায় বিপুল পরিমাণ মদসহ কারবারি গ্রেফতার
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪, ৩:৩৩ PM
নেত্রকোনার কেন্দুয়ায় ৬৬টি বোতলে মদসহ মিন্টু রবিদাস (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ। 

বৃহস্পতিবার (১১জুলাই)সন্ধ্যায় কেন্দুয়া-নেত্রকোনা সড়কের নওপাড়া ইউনিয়নের মাইজকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মিন্টু রবিদাস কেন্দুয়া পৌর শহরের কেন্দুয়া বাজার এলাকার রংলাল রবিদাসের ছেলে।

কেন্দুয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, ধৃত মিন্টু ৫০০ মিলি গ্রাম ওজনের ৬৬ টি মদের বোতল বিশেষ একটি ব্যাগে করে সিএনজি দিয়ে নেত্রকোনা  থেকে  কেন্দুয়ার দিকে আসতেছিল।

গোপন সংবাদ পেয়ে কেন্দুয়া থানা পুলিশ কেন্দুয়া-নেত্রকোনা সড়কের নওপাড়া ইউনিয়নের মাইজকান্দি এলাকায় সিএনজিটির গতিরোধ করে তল্লাশি চালিয়ে মদের বোতল ভর্তি ব্যাগ পায়। এসময় ব্যাগটির মালিকানা মিন্টু দাবি করলে তাকে আটক করা হয়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা(ওসি) মো.এনামুল হক পিপিএম মাদক কারবারি মিন্টু রবিদাসকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় মামলা হয়েছে। শুক্রবার (১২ জুলাই) দুপুরে নেত্রকোনা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত