নেত্রকোনার কেন্দুয়ায় ৬৬টি বোতলে মদসহ মিন্টু রবিদাস (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (১১জুলাই)সন্ধ্যায় কেন্দুয়া-নেত্রকোনা সড়কের নওপাড়া ইউনিয়নের মাইজকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মিন্টু রবিদাস কেন্দুয়া পৌর শহরের কেন্দুয়া বাজার এলাকার রংলাল রবিদাসের ছেলে।
কেন্দুয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, ধৃত মিন্টু ৫০০ মিলি গ্রাম ওজনের ৬৬ টি মদের বোতল বিশেষ একটি ব্যাগে করে সিএনজি দিয়ে নেত্রকোনা থেকে কেন্দুয়ার দিকে আসতেছিল।
গোপন সংবাদ পেয়ে কেন্দুয়া থানা পুলিশ কেন্দুয়া-নেত্রকোনা সড়কের নওপাড়া ইউনিয়নের মাইজকান্দি এলাকায় সিএনজিটির গতিরোধ করে তল্লাশি চালিয়ে মদের বোতল ভর্তি ব্যাগ পায়। এসময় ব্যাগটির মালিকানা মিন্টু দাবি করলে তাকে আটক করা হয়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা(ওসি) মো.এনামুল হক পিপিএম মাদক কারবারি মিন্টু রবিদাসকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় মামলা হয়েছে। শুক্রবার (১২ জুলাই) দুপুরে নেত্রকোনা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।