সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখায় ১৫ গুণী ব্যক্তিকে বিশেষ সম্মাননা পদক প্রদান করলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি মানিকগঞ্জ।
শুক্রবার (১২ জুলাই) সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়। এ সময় একুশে পদপ্রাপ্ত সাইদুর রহমান বয়াতি ও বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব অরুনা বিশ্বাস এবং বিশিষ্ট শিশু সংগঠক ইকবাল হোসেন কচি উপস্থিত ছিলেন।
জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সেলিনা সাইয়েদা সুলতানা আক্তার এর সভাপতিত্ত্বে এবং আবৃতি প্রশিক্ষক শাকিল আহমেদ ছনেটের সঞ্চালনায় সম্মাননা প্রদান ও সংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত হয়ে শিল্প সাহিত্যের নানা বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত তুলে ধরেন দেশবরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্ব অরুনা বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান বিপিএম পিপিএম বার ও জেলা শিল্পকলা একাডেমির এডহক কমিটির সদস্য এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ।
সম্মাননা প্রাপ্ত ১৫ জন গুণীজন হলেন সংগীতে বিউটি আচার্য্য,যাত্রাশিল্পে গোকুল ঘোষ,:চারুকলায় পরিমল চন্দ্র অধিকারী, নাট্যকলায় কমরেড হরিপদ সূত্রধর, লোকসংস্কৃতিতে সাংবাদিক আবুল বাশার আব্বাসী, কণ্ঠসংগীতে রতন কুমার সাহা, সাংস্কৃতিক সংগঠকে অধ্যাপক আবুল ইসলাম সিকদার, চারুকলায় গোপাল চন্দ্র পাল, যাত্রাশিল্পে তাপস সরকার(গৌর), যন্ত্রসংগীতে তছলিম উদ্দিন, চারুকলায় খুরশিদ আলম আলোক, কণ্ঠসংগীতে রুমানা ইসলাম, যন্ত্রসংগীতে ওস্তাদ গোবিন্দ চন্দ্র রায়, লোকসংস্কৃতিতে মো. হাকিমুদ্দিন এবং সংগঠন হিসেবে সাংস্কৃতিক বিপ্লবী সংঘ (সাবিস)।
বক্তারা বলেন, শিল্প-সাহিত্য তথা সাংস্কৃতিক চেতনায় সুস্থ ধারার সৃজনশীল বিকাশে শিল্পকলা একাডেমী এই পুরস্কার প্রদান করে। ২০১৮,২০১৯-২০ অর্থবছরের ক্যাটাগরিতে এই সম্মাননা প্রদান করা হয়।