ময়মনসিংহের ভালুকায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে ১১টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নবনির্মিত একাডেমীক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার (১৩ জুলাই) বিকালে প্রকল্পগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও নবনির্মিত একাডেমীক ভবনের শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল ওয়াহেদ।
পরে ভালুকা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান এর সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, উপজেলা আ'লীগের সভাপতি এডভোকেট শওকত আলী,ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, ভালুকা ভালুকা উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান এজাদুল হক পারুল, মহিলা ভাইসচেয়ারম্যান মাহমুদা সুলতানা মুন্নি, ভালুকা উপজেলা পরিষদ সাবেক ভাইসচেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মল্লিকবাড়ী ইউপি চেয়ারম্যান এস এম আকরাম হোসাইন, উপজেলা প্রকৌশলী মাফুজুর রহমান,উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ আহম্মেদ, ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জাকির হোসেন শিবলী প্রমুখ ।