বাঙ্গালির মহান স্বাধীনতাকে কটাক্ষ, একাত্তরের ঘৃনিত গনহত্যাকারীদের প্রতি সাফাই এবং আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর ছাত্রলীগ।
সোমবার বিকেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী অঞ্চলের হোসেন মার্কেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে টঙ্গী সরকারি কলেজের সামনে এসে শেষ হয়।
গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মোশিউর রহমান সরকার বাবুর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের আহবায়ক শাহজাদা সেলিম লিটন, টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ নিরব, টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক সেলিম খান, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শিশির সহ টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশে মহানগর ছাত্রলীগের সভাপতি বলেন, কোটা আন্দোলনকে পুঁজি করে বিএনপি জামাত ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তাদের ইন্দন দিয়ে আন্দোলন দীর্ঘায়িত করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা লিপ্ত তারা।
গতকাল রাতে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত শিক্ষার্থীদের নিয়ে যে স্লোগান দেওয়া হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ গাজীপুর মহানগর শাখার পক্ষ থেকে আমরা এমন নেক্কারজনক স্লোগানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।