সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
টাঙ্গাইলে ৯ লাখ টাকাসহ চোর গ্রেপ্তার
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ৭:১১ PM
টাঙ্গাইলে ৯ লাখ টাকাসহ এক চোরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আজ সোমবার টাঙ্গাইলের পুলিশ সুপার গোলাম সবুর এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃত শহীদ মাঝি (৫৩) ঝালকাঠির নলছিটি উপজেলার উত্তর কাঠিপাড়া গ্রামের মৃত ফটিক মাঝির ছেলে।  

পুলিশ সুপার গোলাম সবুর জানান, গত ১১ জুলাই দুপুর ১২টায় অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. রতন চন্দ্র সাহা টাঙ্গাইল শহরের সোনালী ব্যাংক থেকে সঞ্চয়পত্রের ১১ লাখ ৫২ হাজার ৮০১ টাকা উত্তোলন করেন।

সেই টাকা ব্যাগে নিয়ে বাসার উদ্দেশে রওনা হন তিনি। এ সময় শহরের লতিতা ফার্মেসির সামনে থেকে কিছু দূর যাওয়ার পর তার ব্যাগ থেকে ১০ লাখ টাকা চুরি হয়ে যায়। 

পুলিশ সুপার জানান, চুরির বিষয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন তিনি। মামলার পর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দীন এবং গোয়েন্দা পুলিশ দক্ষিণের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি টিম অভিযান শুরু করে।

তিনি আরো জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার (১৪ জুলাই) ঝালকাঠি থেকে প্রধান আসামি শহীদ মাঝিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া ৯ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন শহীদ মাঝি। 

জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার ও বাকি এক লাখ টাকা উদ্ধার করার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত