আশ্রয়ণ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে একটি ঘরে স্থান হলো বাচ্চু মিয়ার।
"শেষ বয়সে মাথা গোঁজার ঠাঁই খুঁজছেন বাচ্চু মিয়া" শিরোনামে দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার অনলাইনে সংবাদ প্রকাশিত হওয়ার পর উপজেলা প্রশাসনের নজরে আসলে বাচ্চু মিয়াকে সোনাগাজী মতিগঞ্জ ইউনিয়নের চর এলাহি প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের একটি ঘরে স্থান করে দেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান বলেন, দৈনিক বাংলাদেশ বুলেটিনের মাধ্যমে খবরটি আমার নজরে আসলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাচ্চু মিয়ার বিষয়টি খতিয়ে দেখা হয়। বাচ্চু মিয়া প্রকৃত পক্ষে ভূমি ও গৃহহীন হওয়ায় বাচ্চু মিয়াকে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর উপহার দেয়া হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিসের মাধ্যমে বাচ্চু মিয়ার হাতে চাবি তুলে দেয়া হয় এবং ১ মাসের শুকনো খাবার তুলে হয়।
মোঃ বাচ্চু মিয়া বলেন, কখনও মানুষের বাড়িতে, কখনো গাছতলায়, রাস্তাঘাটে পলিথিনের মধ্যে রাত কাটাইছি। এ সময় তাকে অঝোরে কাঁদতে দেখা যায়। সে দুই হাত তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান জন্য দোয়া করেন।
উল্লেখ্য, গত ৩ জুন দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার অনলাইনে শেষ বয়সে মাথা গোঁজার ঠাঁই খুঁজছেন বাচ্চু মিয়া শিরোনামে সংবাদটি প্রকাশিত হয়।