মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
লক্ষ্মীপুরে যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ৮:২২ PM
যুবলীগকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে সোমবার (১৫ জুলাই) জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বায়েজিদ ভূঁইয়ার উদ্যোগে মীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়। 

কর্মী সভায় যুবলীগের ইতিহাস, এতিহ্য, সংগঠনের গণতন্ত্র, মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম, শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং স্মার্ট বাংলাদেশ অনুষঙ্গ নিয়ে আলোচনা করা হয়। এতে যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

বায়েজিদ ভূঁইয়া বলেন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে মাদক-সন্ত্রাসমুক্ত সংগঠন গড়তে তৃণমূল থেকে পরিচ্ছন্ন যুবদের সংগঠনে আনা হচ্ছে। এতে করে আগামী দিনে যুবলীগ হবে গণমানুষের সংগঠন। যুবলীগের মানবিক কার্যক্রমের মাধ্যমে অসহায়, পিছিয়ে থাকা মানুষদের সমাজের মূল স্রোতধারায় আনা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাবে দেশ। 

তিনি বলেন, আওয়ামী লীগের ৭৫ তম প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন এমপির আহ্বানে এ  আয়োজন করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত