মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
ভূঞাপুরে মুক্তিযুদ্ধের চেতনাকে অসম্মানের প্রতিবাদে মানববন্ধন
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ৮:২৬ PM
টাঙ্গাইলের ভূঞাপুরে মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।

সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় উপজেলা বীর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে শহীদ স্মৃতি স্তম্ভের পাদদেশে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

ভূঞাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার এমএ মজিদ মিঞার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদুল হক টুকু, বীর মুক্তিযোদ্ধা আবুবকর মিঞা, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রকিবুল ইসলাম তুলা, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রমুখ।

বক্তারা কোটা বিরোধীদের বিতর্কিত শ্লোগান “আমি কে, তুমি কে রাজাকার- রাজাকার” এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। 

তারা বলেন- মুক্তিযোদ্ধারা রক্ত দিয়ে যে পতাকা ছিনিয়ে এনেছে, সেই পতাকা মাথায় বেঁধে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা  টাঙ্গাইলের ভূঞাপুর থেকে সারাদেশের মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মাধ্যমে তীব্র প্রতিবাদের আহবান জানাচ্ছি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত