বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
ভারতের জম্মু-কাশ্মীরে গোলাগুলিতে মেজরসহ চার সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ১১:২১ AM আপডেট: ১৬.০৭.২০২৪ ১১:২৯ AM
ভারতের জম্মু-কাশ্মীরে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ভারতীয় সেনাবাহিনীর এক মেজরসহ চার সেনা নিহত হয়েছেন।

সোমবার (১৫ জুলাই) জম্মু-কাশ্মীরের দোদা জেলায় গোলাগুলির এ ঘটনাটি ঘটে। খবর এনডিটিভির।

কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ২০ মিনিট স্থায়ী এই বন্দুক লড়াইয়ে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ অন্তত চার সৈন্য এবং পুলিশের এক সদস্য গুরুতর আহত হন।

সঙ্কটজনক অবস্থায় তাদের সেখান থেকে সরিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের মধ্যে ওই চার সেনার মৃত্যু হয়।

কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, সন্ত্রাসীদের উপস্থিতির সুনির্দিষ্ট তথ্য পেয়ে দোদা জেলার দেসায় সোমবার যৌথ অভিযান চালায় ভারতের সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশ। রাত ৯টার দিকে যৌথ বাহিনী সন্ত্রাসীদের মুখোমুখি হলে তুমুল গোলাগুলি শুরু হয়।

গত সপ্তাহেও জম্মু-কাশ্মীরের কাঠুয়ায় অভিযান চালাতে গিয়ে নিহত হয়েছেন পাঁচজন সেনা। প্রতিবেদন অনুযায়ী, এ অঞ্চলে অভিযানে গিয়ে গত ৩২ মাসে ৪৮ ভারতীয় সেনা প্রাণ হারিয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত