মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
এবার হিন্দি সিনেমায় তাসনিয়া ফারিণ
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ১:১৩ PM
এই সময়ের চাহিদাসম্পন্ন ছোট পর্দার মডেল অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। 

গত বছর ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া অতনু ঘোষ নির্মিত ‘আরও এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার।

গত বছর সেপ্টেম্বর ফারিণকে ঘিরে আরও একটি সিনেমার ঘোষণা আসে টালিউড থেকে। নাম ‘পাত্রী চাই’। যেটি নির্মাণ করবেন বলিউডের অন্যতম সাম্প্রতিক হিট ‘লাপাতা লেডিস’-এর চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামী। এরপর প্রায় এক বছর হতে চলল, ছবিটির আর কোনো আপডেট মিলছিল না অভিনেত্রীর তরফ থেকে।

তবে সম্প্রতি সিনেমার চিত্রনাট্যকার ও নির্মাতা বিপ্লব গোস্বামী জানালেন, ঢাকাই অভিনেত্রী তাসনিয়া ফারিণের ‘পাত্রী চাই’ প্রসঙ্গে দিলেন চমকপ্রদ তথ্য। বললেন, ছবিটি বাংলায় আর হচ্ছে না। তবে হচ্ছে, হিন্দিতে! ছবিটির চিত্রনাট্য এখন রয়েছে বম্বেতে। দ্রুত ছবিটি সম্পর্কে ঘোষণা আসছে। 

‘পাত্রী চাই’ ছবিতে তাসনিয়া ফারিণকে সংযোগ ঘটানো প্রসঙ্গে বিপ্লব বলেন, বাংলাদেশের অনেকের কাজ দেখি। অনেকের কাজে মুগ্ধ। যার মধ্যে ফারিণ অন্যতম। ‘লাপাতা লেডিস’ লেখার পর কাছাকাছি সময়ে আমি আরেকটা স্ক্রিপ্ট লিখি। সেটি হলো ‘পাত্রী চাই’। পরিকল্পনা ছিল নিজেই বানাবো দুটো ছবি। কিন্তু এর মধ্যে ‘লাপাতা লেডিস’ নিয়ে গেলেন আমির খানজি। সে জন্য ‘পাত্রী চাই’ নিজেই বানাব বলে মনস্থির করেছি। সব ঠিকঠাক।

প্রডিউসারও চূড়ান্ত। বাংলাদেশ থেকে ফারিণকে নেবো বলেও ভাবছি। তখনও ‘লাপাতা লেডিস’ মুক্তি পায়নি। এর মধ্যে তাসনিয়া ফারিণকে পেতে ঢাকায় যোগাযোগ করেন বিপ্লব গোস্বামী। সাহায্য নেন নির্মাতা দীপংকর দীপনের। বিপ্লব বলেন, ‘তখন বন্ধু দীপনকে বললাম তাসনিয়া ফারিণকে লাগবে। এক দিনেই তিনি আমাদের কানেক্ট করে দেন। ফারিণকে স্ক্রিপ্ট পাঠাই। ফারিণও পছন্দ করে ফেলেন। সব ঠিকঠাক, কিন্তু হলো না। 

ফিন্যানসিয়াল ডিজাস্টার হয়েছিল আমার প্রডিউসারের। এরপরও খুব চেয়েছিলাম ছবিটা করার; কিন্তু চাইলেই তো আমরা পারি না। একটা ব্যানার বা লগ্নিকারক তো লাগে। থমকে গেলাম।’ বিপ্লব গোস্বামী গণমাধ্যমে বলেন, বাংলায় ব্যর্থ হয়ে ঘটনা চক্রে ‘পাত্রী চাই’-এর স্ক্রিপ্ট হিন্দি সিনেমা হিসেবে পিছ করি। আশা করছি এটি এখন হিন্দি সিনেমা হিসেবে বম্বে থেকে হচ্ছে। আমিই নির্মাণ করছি। এটুকু মোটামুটি ফাইনাল।
  
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত