শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
‘ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকলে আমার ক্লাসে যেনো না আসে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ১১:৩৫ AM
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ছাত্রলীগ করা শিক্ষার্থীদের ক্লাস না নেওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকা। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক উম্মে ফারহানা।

বুধবার (১৭ জুলাই) উম্মে ফারহানা নিজের ফেসবুকে পোস্ট দিয়ে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আমার বিভাগের কোসো শিক্ষার্থী যদি কোনোভাবে ছাত্রলীগের কোনো কমিটির সঙ্গে যুক্ত থাকেন, তাহলে তারা যেন আমার ক্লাসে না আসেন। অন্য বিভাগে সাধারণত আমি কোর্স নিই না। নিলেও তাদের জন্যও একই কথা প্রযোজ্য হবে।

তিনি আরও লিখেছেন, যারা লোভে পড়ে নিরস্ত্র সতীর্থদের শারীরিক আঘাত করে তারা আমার ছাত্র হতে পারে না। এই নৈরাজ্য আর অরাজকতার মধ্যে আমি সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে অন্তত এইটুকু নিশ্চিত করতে চাই যে, অন্যায় ও জুলুম যারা করে তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।

এরই মধ্যে শিক্ষিকার এই ফেসবুক পোস্ট অনেকে শেয়ার দিয়ে প্রশংসা করেছেন। অনেকে ইতিবাচক মন্তব্য করেছেন।

এ বিষয়ে সহকারী অধ্যাপক উম্মে ফারহানা বলেন, যার যা ইচ্ছে সে যেকোনো দল করুক, তাতে আমার কোনো আপত্তি নেই। আমার সেটা নিয়ে কোনো কথাও বলা উচিত নয়। কিন্তু কোটা সংস্কার আন্দোলন নিয়ে ছাত্রলীগের শিক্ষার্থীরা যে অমানবিক নিষ্ঠুর আচরণ সতীর্থদের সঙ্গে করেছেন, সেজন্য আমি মর্মাহত। তাই ছাত্র হিসেবে তাদের আমি পরিত্যাগ করতে চাই।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত