মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
সিংগাইরে গণঅধিকার নেতা ও বিএনপির ১২ নেতাকর্মী গ্রেপ্তার!
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪, ১২:৪৯ PM
চলমান কোটা সংস্কার আন্দোলনে বিএনপি -জামায়াতের নাশকতা কর্মকাণ্ডের অভিযোগে মানিকগঞ্জের সিংগাইরে গত দুই দিনে বিএনপির ১১ নেতাকর্মীসহ গণঅধিকার পরিষদের জেলার সভাপতিকে গ্রেপ্তার করেছেন পুলিশ। 

গ্রেপ্তারকৃতদের আগের করা নাশকতা মামলায় রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন,  উপজেলার জয়মন্টপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার খান মোহাম্মদ হাবীবুল আলম মোহাম্মদ আলী, একই ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর গ্রামের বাশার নাঈম বাদশা,কহিনূর রহমান, দীপু মিয়া, রাশিদুল খান, রুবেল খান, দক্ষিণ ধল্লা গ্রামের চুন্নু মিয়া, বাস্তা গ্রামের আবদুল হালিম, বায়রা ইউনিয়নের গ্রামের আকাশ, সাহনাইল গ্রামের শাকিল হোসেন ও ভিপি নূর সমর্থিত জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. মোমেন।

সিংগাইর থানার ওসি মো. জিয়ারুল ইসলাম বলেন, কোটা আন্দোলনের নামে নাশকতায় গ্রেপ্তারকৃতরা জড়িত। আন্দোলনের নামে মানিকগঞ্জ সদরে সন্ত্রাসী কর্মকান্ড ও সাভারের তান্ডবে তারা সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধারকৃত মোবাইল ফোনের ছবি ও ভিডিও ফুটেজে এমন তথ্য মিলেছে বলেও ওসি জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত