সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
নিত্যপণ্যের বাজারে উত্তাপ কমায় জনমনে স্বস্তি!
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪, ৩:২৭ PM আপডেট: ২৬.০৭.২০২৪ ৫:০৭ PM
সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের ডাকা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েক দিনের সহিংস ঘটনার কারনে রাজধানীর কাঁচাবাজারগুলোতে পণ্যের ঘাটতি দেখা দেয়। ফলে বাড়তে থাকে দাম। 

বর্তমানে রাজধানীর সঙ্গে সারা দেশের পণ্য সরবরাহ সচল হতে শুরু করেছে। এতে নিত্যপণ্যের বাজারে গত সপ্তাহের তুলনায় কিছুটা উত্তাপ কমেছে। জনমনে ফিরেছে স্বস্তি।

শুক্রবার (২৬ জুলাই) ঢাকার কেরানীগঞ্জসহ স্থানীয় বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা যায়, কাঁচা মরিচ গত সপ্তাহে ছিল ৪০০-৫০০ টাকা কেজি যা এখন বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। এছাড়া ১১০টাকা কেজি দরে বিক্রি হওয়া বেগুন প্রতি কেজিতে ২০-৩০ টাকা কমে বিক্রি হচ্ছে ৮০ টাকায়। 

অন্যান্য সবজিতে কেজি বা পিস প্রতি অন্তত ১০-১৫ টাকা কমেছে। এর মধ্যে- শসা প্রতি কেজি ৫০ টাকা, বরবটি ৬০ টাকা, কাঁকরোল ৬০ টাকা, করল্লা ৮০ টাকা, কুমড়া ৩০ টাকা, গাজর ৭০ টাকা, টমেটো ১৮০ টাকা, লাউ প্রতি পিস ৭০ টাকা দরে। প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ২৫ টাকায়। 

গোলামবাজারের সবজি কিনতে আসা সুমন মিয়া বলেন, কোনো একটা ইস্যু পেলেই পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে কিনা তা কেউ ভাবেনা। কিন্তু আমাদের তো সেটা কেনার মতো আর্থিক অবস্থা থাকে না।

একই বাজারের সবজি বিক্রেতা অহিদুল বলেন, সারাদেশে ছাত্রদের আন্দোলন, কারফিউর কারণে মাল নিয়ে গাড়ি আসতেই পারেনি। এ কারণে সব সবজির দাম বেড়ে গেছিল, এখন ধীরে ধীরে সব সচল হচ্ছে, দাম আবার আগের মতো হলে আমাদের বেচাকেনা ও বাড়বে।

কালিগঞ্জ বাজারে নিত্যপণ্য কিনতে আসা শাহানা বেগম বলেন, আগে যতটুকু বাজার নিতাম, এখন তার অর্ধেক কিনে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। আমাদের রোজগার তো সীমাবদ্ধ!
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত