প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় দুই শতাধিক শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার-উল আলম চৌধুরী নোবেল।
শুক্রবার (২৬ জুলাই) দুপুরে নগরীর অলংকার মোড় এলাকায় শ্রমজীবী মানুষের মাঝে তৈরী খাবার বিতরণ করা হয়।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে যুবলীগ নেতা মনোয়ার-উল আলম চৌধুরী নোবেল বলেন, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের ওপর ভর করে বিএনপি-জামাত ভিন্নপন্থায় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছিল। যা আজ তাদের দিবাস্বপ্নে পরিণত হয়েছে৷ দেশের এই পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে শ্রমজীবী মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন৷ সেই নির্দেশনা মোতাবেক অত্র এলাকায় এই তৈরী খাবার বিতরণ কর্মসূচি অব্যাহত রাখা হবে৷
এসময় উপস্থিত ছিলেন ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক উপ আপ্যায়ন সম্পাদক হাবিবুর রহমান রিপন, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সদস্য সাইফুর রহমান রাজু, ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড যুবলীগ নেতা আবু তৈয়ব, ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস পাভেল ইসলাম, ১১নং ওয়ার্ড যুবলীগ নেতা ফয়সাল মাকসুদ, মানিক শাহাদাৎ, ১২নং ওয়ার্ড যুবলীগ নেতা আরিফ মুহাম্মদ হারুনী, মোঃসেলিম, যুবলীগ নেতা এসএম ফারুক, ০৯নং ওয়ার্ড যুবলীগ নেতা গোলাম রাব্বানী রাফি, সেচ্ছাসেবক লীগ নেতা রনি মজুমদার, যুবলীগ নেতা আকবর সহ প্রমুখ।