মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
ঘাটাইলে বাস-মোটরসাইকেল মু‌খোমু‌খি সংঘ‌র্ষে নিহত ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪, ৭:১৮ PM
টাঙ্গাইলের ঘাটাইলে বাস ও মোটরসাইকে‌লের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে রাশেদ ফারাজি (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় টাঙ্গাইল-ময়মন‌সিংহ আঞ্চলিক মহাসড়কের ঘাটাইল উপ‌জেলায় নাগবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে। নিহত রাশেদ ফারাজি জামালপুর জেলার ইসলামপুর থানার পুর্ববলদিয়া গ্রামের মৃত রাজা ফারাজির ছেলে।

পুলিশ ও স্থানীয় জানায়, ফারাজি জামালপুর থেকে ঘাটাইলে বন্ধুর বাসায় বেড়াতে আসেন। সেখান থেকে শুক্রবার দুপুরে গোপালপুরের ২০১ গম্বুজ মসজিদ দেখতে মোটরসাইকেল নিয়ে গোপালপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় উপ‌জেলার নাগবাড়ি এলাকায় পৌঁছলে গোপালপুরের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থ‌লেই তিনি মারা যান।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকতা(ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত