বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
সংখ্যালঘু কমিশন প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবি দলিত জনগোষ্ঠীর
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুলাই, ২০২৪, ৬:৫৩ PM
দলিত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে অবিলম্বে জাতীয় সংখ্যালঘু কমিশন প্রতিষ্ঠা, বৈষম্য বিলোপ আইন কার্যকরসহ ৫ দফা দাবি জানিয়েছেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের সংগঠন দলিত সংস্থা। 

সোমবার খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান দলিত ঋষি সম্প্রদায়ের নেত্রী দেবী দাস।

তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে দলিতদের অধিকারকে এগিয়ে নিতে সংখ্যালঘু বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন করা, সংখ্যালঘুদের অধিকার একটি প্লাটফর্মের মাধ্যমে অগ্রসর করার জন্য ককাস তৈরি বা সক্রিয় করা, সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় বিভিন্ন সুবিধা প্রসারিত করা, দলিত সম্প্রদায়কে বেসরকারি খাতের কর্মসংস্থানে সম্পৃক্ত করার জন্য নতুন নীতিমালা প্রণয়ন করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বুহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফুজ্জামান, সম্প্রীতি ফোরামের সভাপতি সিলভী হারুন, দলিতের নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস, নাগরিক নেতা মিনা আজিজুর রহমান, ইসরাত নূয়েরী হোসেন মুুমু, অরুন দাশ, সম্পা দাস প্রমুখ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত