৩০ জুলাই থেকে ৫ আগষ্ট, জাতীয় মৎস্য সপ্তাহ/২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান গত বুধবার কাহালু উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে, প্রধান অতিথি ছিলেন বগুড়া-৪, (কাহালু-নন্দীগ্রাম)এলাকার সংসদ সদস্য জাসদ (ইনু) বগুড়া জেলা সভাপতি আলহাজ্ব একেএম রেজাউল করিম তানসেন।
উপজেলা নির্বাহী অফিসার মোছঃ মেরিনা আফরোজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আল্ হাসিবুল হাসান কবিরাজ সুরুজ, উপজেলা ভাইস চেয়ারম্যান, আব্দুল্লাহ আল মামুন মাসুদ, মোছাঃ আছমা বেগম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব হেলাল উদ্দিন কবিরাজ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার নূর নবী,ওসি তদন্ত আশরাফুল ইসলাম বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী শাহ সুলতান শাহ জাললাল মৎস্য বীজাগারের গর্বিত মালিক আলহাজ্ব শাফিকুল ইসলাম প্রমুখ।
উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার রায়হাতুন নাহারের সঞ্চালনায় উদ্বোধনী কর্মসূচির মধ্যে ছিল বনাঢ্য র্যালি, মাছের পোনা অবমুক্ত করণ, সফল মৎস্য চাষী/ব্যক্তি/উদ্যোক্তা/প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ।
অনুষ্ঠানে উপজেলার মৎস্য ব্যবসায়ী, চাষী, উদ্যেক্তা ইউপি চেয়াম্যানগণ, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাকর্মচারীগণ উপস্থিত ছিলেন।