বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ৮:৫১ PM
জাতীয় সংগীত, প্রতিবাদী গান, দেয়াল লিখন, কবিতা আবৃত্তি এর মধ্য দিয়ে ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা প্রতিবাদী গান, দেয়াল লিখন, হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ডের মাধ্যমে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণ করেন।

এর আগে চাঁপাইনবাবগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনকারীরা। মিছিলটি শহরের গাবতলা মোড় ঘুরে সরকারি কলেজ মোড়ে সমাবেশে মিলিত হয়। সেখানে সরকার বিরোধী বক্তব্যের পাশাপাশি রণ সংগীতসহ প্রতিবাদী নৃত্য পরিবেশন করে। এছাড়া দেয়ালে ও সড়কে প্রতিবাদী শ্লোগান লেখা হয়।

এদিকে কর্মসূচিকে ঘিরে প্রেসক্লাবসহ সরকারি কলেজ এলাকায় সেনা সদস্যসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের গাড়ি টহল দেয়। ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত