শনিবার ২৬ এপ্রিল ২০২৫ ১৩ বৈশাখ ১৪৩২
শনিবার ২৬ এপ্রিল ২০২৫
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করায় শ্রীপুরে যুবলীগের আনন্দ মিছিল
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪, ৬:৪৮ PM
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও নাশকতায় সম্পৃক্ততার অভিযোগে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করায় আনন্দ র‌্যালী করেছে শ্রীপুর উপজেলা যুবলীগ। 

মিছিলে আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। শুক্রবার (০২ আগস্ট) বিকেল ৫ টায় মিছিলটি শ্রীপুর পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে সমাবেশে শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজিব।

শ্রীপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম ভুঁইয়ার সঞ্চালানায় বক্তব্য রাখেন শ্রীপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হিমু। 

উপস্থিত ছিলেন গোসিঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি আলাউদ্দিন বাচ্চু, সাধারণ সম্পাদক আব্দুছ সাত্তার, বরমী ইউনিয়ন যুবলীগের সভাপতি ইদ্রিস মিয়া, সাধারণ সম্পাদক শরীফ মৃধা, মাওনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রিপন, কাওরাইদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, শ্রীপুর উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক জুনায়েদ হাবিব রুবেলসহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রদের সকল দাবী দাওয়া মেনে নেওয়ার পরও জামায়াত শিবির দেশের সম্পদ নষ্ট করার জন্য নৈরাজ্য চালিয়েছে। তাদের নৈরাজ্যর রুখতে শ্রীপুরে যুবলীগ সবমসময় মাঠে রয়েছে এবং থাকবে। 

২০০৯ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে বলেছিল ধর্মান্ধ গোষ্ঠী হিসেবে জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ করা হবে। দীর্ঘদিন পর হলেও বর্তমান সরকার তাদের নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে। শুধু জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ করলেই চলবে না তাদের সংগঠনের যারা সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত তাদেরকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। 

এ ব্যাপারে সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। দ্রুত সময়ের মধ্যে তাদেরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করায় সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। এটি সবার জন্য স্বস্তির খবর। এসময় বক্তারা স্থানীয় এমপি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আধ্যাপক রুমানা আলী টুসিকে নিয়ে গণমাধ্যম বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করায় তারা নিন্দা ও প্রতিবাদ জানান।  
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত