কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ৩টায় মো. ইমন (১৭) নামে ওই ব্যক্তি ঢামেক হাসপাতালে মারা যান।
কুমিল্লা মুরাদনগর উপজেলা মৃত মো. সেলিমের ছেলে ইমন রাজধানীর গুলশানে ফুটপাতে একটি হোটেলে চাকরি করতেন। বোন তাহমিনার সাথে তিনি বাড্ডা নতুন বাজার এলাকায় বড় থাকতেন ।
বড় বোন তাহমিনা বলেন, ইমন গত ১৯ জুলাই সকালে বাসা থেকে তার কর্মস্থল যাওয়ার পথে নতুন বাজার এলাকায় সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়।
গুলি তার পেটের এক পাশ দিয়ে বিদ্ধ হয়ে আরেক পাশ দিয়ে বের হয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় আশপাশের লোকজন ঢামেক হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
দুই ভাই ও দুই বোনের মধ্যে ইমন ছিলো সবার ছোট।
ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।