বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
ফরিদপুরে পুলিশ ছাত্র সংঘর্ষ, টিয়ারসেল নিক্ষেপ
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ৪:৩৪ PM
ফরিদপুরে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে ৯ দফা দাবী আদায়ের লক্ষ্যে আজও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের শিক্ষার্থীরা।

এসময় কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার (৩আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে শহরের ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় রণক্ষেত্র পরিণত হয়।

জানা গেছে, বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের শিক্ষার্থী ও অভিভাবকরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও আশেপাশের গলি থেকে বের হয়ে সড়কের উপরে জমায়েত হয়। 

পরে সেখান থেকে মিছিল নিয়ে ভাঙ্গা রাস্তার মোড়ের দিকে অগ্রসর হয়। এসময় ভাঙ্গা রাস্তার মোড়ে থাকা পুলিশ জননিরাপত্তার জন্য মিছিলে বাধা দিলে পুলিশ ছাত্র  দুই পক্ষের মধ্যে ইটপাট্কেল নিক্ষেপের ঘটনা ঘটে। আন্দোলনকারীদের নিভৃত করতে এক পর্যায়ে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে। পরে ছাত্র ও অভিভাবকরা  পিছু হটে যায়। এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা সারাদেশে গ্রেফতারকৃত শিক্ষার্থীদের দ্রুত নি:শর্ত মুক্তি দাবীসহ তাদের ৯ দফা দাবী পুরনের জন্য সরকারের প্রতি আহবান জানান।

 তাদের দাবী মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচী চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

এদিকে ফরিদপুরে পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম এর নেতৃত্বে আন্দোলনকে ঘিরে নাশকতা প্রতিরোধে দিনরাত সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ। সকাল থেকেই জেলা শহরসহ বিভিন্ন গুরুত্বপুর্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত