শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
হাতীবান্ধায় আইনশৃঙ্খলা নিয়ে ৬১ বিজিবির প্রেস বিফিং
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ৯:৩০ PM
বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে লালমনিরহাটের হাতীবান্ধা থানা হলরুমে শনিবার দুপুরে তিস্তা ব্যাটালিয়ন-২, (৬১) বিজিবির আয়োজনে পুলিশকে নিয়ে এক যৌথ প্রেস বিফিং করেছেন, ৬১ বিজিবি’র অতিরিক্ত পরিচালক ও ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ এফ এম জুলকার নাঈন। 

এসময় তিনি বলেন, এই স্থবির অবস্থায় জাতিকে খুব দ্রুত বের হয়ে আসতে হবে। এলাকায় কোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড হলে সেটা আমরা কঠোরভাবে দমন করব। বর্তমানে আমরা থানা সমূহেও নিরাপত্তা প্রদান করছি। যাতে খুব দ্রুত তারা স্বাভাবিক কার্যক্রমে ফিরত আসতে পারে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান বা যে কোন ধর্মের যারা রয়েছে আমরা সকলে বাংলাদেশী। বিজিবি দিনরাত ২৪ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। যাতে আমরা স্বাভাবিক পরিবেশে ফিরে যেতে পারি।

তিনি আরো বলেন, অন্য ধর্মের যারা রয়েছে তাদের নিরাপত্তার বিষয় নিয়ে আমরা গুরুত্ব দিয়ে কাজ করছি। বিজিবির টহলসমূহের ঐকান্তিক প্রচেষ্টায় অন্য ধর্মাবলম্বীর কারো উপরেই কোন ধরনের সমস্যা আসেনি। আপনার কেউ গুজবে কান দিবেন না। সেই সাথে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

উক্ত বিফিংয়ে হাতীবান্ধা থানার ওসি মাহফুজার রহমান, ওসি তদন্ত নির্মল চন্দ্র মোহন্তসহ বিজিবি ও পুলিশির কর্মকর্তা,  সিপাই, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত