মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
গ্রেপ্তার করা হয়েছে জনপ্রিয় র‍্যাপার
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১১ আগস্ট, ২০২৪, ১২:২৩ PM
মার্কিন জনপ্রিয় র‍্যাপার ট্র্যাভিস স্কট। র‍্যাপ করার পাশাপাশি বিভিন্ন সময়ে ব্যক্তী জীবন নিয়ে আলোচনায় থাকেন তিনি। এবার তাকে গ্রেপ্তার করেছে ফ্রান্সের স্থানীয় পুলিশ। 

শুক্রবার (৯ আগস্ট) সকালে প্যারিসের একটি পাঁচ তারকা হোটেলের নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতির অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে। ফরাসি প্রসিকিউটর রয়টার্সকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ প্রতিবেদন থেকে জানা যায় শুক্রবার সকালে পাঁচ তারকা হোটেল জর্জ ভি-এর নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতি হয় ট্র্যাভিস ও তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর। এ বিষয়ে ফৌজদারি তদন্ত চলছে। একাধিক ফরাসি গণমাধ্যম জানিয়েছে, ঘটনার সময় মদ্যপ ছিলেন ৩৩ বছর বয়সি ট্র্যাভিস স্কট। 

এর আগে গত জুন মাসে মদ্যপ অবস্থায় যুক্তরাষ্ট্রের মায়ামি বিচ মেরিনায় একটি ইয়টে ক্রুদের সঙ্গে বিবাদে জড়িয়ে গ্রেপ্তার হন ট্র্যাভিস। গ্রেপ্তারের পর এ গায়ককে মায়ামি কাউন্টি কারাগারে পাঠানো হয়েছিল। পরবর্তীতে জেল থেকে মুক্তি পান তিনি।

বিশ্বের সবচেয়ে বড় হিপ-হপ অ্যাক্টের একজন ট্র্যাভিস। দশবার গ্র্যামি পুরস্কার মনোনীত হয়েছিলেন তিনি। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত