বাংলাদেশের মতো পরিস্থিতি ভারতেও হতে পারে- এমন মন্তব্যকারীদের একহাত নিয়েছেন ভারতের কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। তিনি বলেন, এটা বাংলাদেশ না, এটা মোদির ভারত। রোববার (১১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
শনিবার যোধপুর বিমানবন্দরে সাংবাদিকদের গজেন্দ্র বলেছেন, এটা দুর্ভাগ্যজনক যে কিছু লোক মন্তব্য করেছেন, বাংলাদেশের মতো পরিস্থিতি ভারতে হবে।
এর জবাবে তিনি বলেছেন, তারা সম্ভবত জানে না এটা বাংলাদেশ না, এটা ভারত এবং মোদি জী'র ভারত। যারা এমন করবে তাদের বোঝা উচিৎ তাদের কী হবে।
ছাত্র-জনতার তুমুল বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর তিনি ভারতে যান।
যদিও সাংবাদিকদের এমন মন্তব্য করার সময় কারো নাম উল্লেখ করেননি গজেন্দ্র। তবে তিনি কংগ্রেসের সিনিয়র নেতা সালমান খুরশিদ এবং মনি শঙ্কর আইয়ারের সাম্প্রতিক করা মন্তব্যের জবাব দিয়েছেন বলে মনে করা হচ্ছে।
গত মঙ্গলবার এক অনুষ্ঠানে খুরশিদ বলেছিলেন, যদিও এই ভূপৃষ্টে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু বাংলাদেশে যা ঘটছে তা ভারতেও হতে পারে। এছাড়া আইয়ারও বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে ভারতকে তুলনা করেছেন।