শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
পটুয়াখালীতে সনাতন ধর্মালম্বীদের মানববন্ধন
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১১ আগস্ট, ২০২৪, ৪:০২ PM
দেশের বিভিন্ন স্থানে মন্দির ও সনাতন ধর্মালম্বীদের বাড়ীতে হামলা ভাংচুর নির্যাতনের প্রতিবাদে এবং সনাতন ধর্মালম্বীদের সুরক্ষার দাবীতে পটুয়াখালীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন সাধারণ সনাতনী নাগরিক ও ছাত্র জনতা।

আজ রবিবার বেলা সাড়ে ১১টার সময় শহরের ঝাউবাগান সড়কে ঘন্টা ব্যপী এ মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সঞ্জয় খাশকেল, আখি রানি দে, পূজা উদযাপন কমিটির সাবেক সেক্রেটারী এ্যাডভোকেট কাজল বরণ দাস প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, ৫২র ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধে এদেশে হিন্দু মুসলিম ভাই ভাই সম্পর্ক ছিল। এক সাথে কাধে কাধ মিলিয়ে এদেশে বসবাস করে আসছি।

তারপরেও বার বার হিন্দুদের উপর হামলা হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, হিন্দুদের বাড়ীঘর জালিয়ে পুড়িয়ে দেয়া হচ্ছে। কিন্তু কেন? আমরা এদেশেই থাকতে চাই এদেশেই আমাদের জন্ম। আমাদের সুরক্ষার দায়িত্ব সরকারকে নিতে হবে।

মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার সনাতনী ধর্মালম্বীদের কয়েক হাজার নারী, পুরুষ শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। পরে বিকালে পটুয়াখালীর শ্মশানঘাট থেকে জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে একই দাবীতে পদযাত্রা বের হয়। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রিয় শহীদ মিনারে গিয়ে শেষ হয।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত