সোমবার ২৮ এপ্রিল ২০২৫ ১৫ বৈশাখ ১৪৩২
সোমবার ২৮ এপ্রিল ২০২৫
হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে দাকোপে মানববন্ধন
দাকোপ (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১১ আগস্ট, ২০২৪, ৬:০৪ PM আপডেট: ১১.০৮.২০২৪ ৭:০৯ PM
দেশের অধিকাংশ জেলার বিভিন্ন স্থানে হিন্দুদের মন্দির ও বাড়িঘর ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট, হুমকি ও হিন্দু মা, বোন, ভাইদের নির্যাতন এবং হত্যার প্রতিবাদে খুলনার দাকোপে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলার সকল সনাতনী নাগরিকের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।  

গতকাল রবিবার বেলা ১১টায় উপজেলা সদর চালনা ডাক বাংলো মোড়ে সনাতনী নাগরিক পরিষদের সমন্বয়ক গোবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে ও সমন্বয়ক দেবাশীষ ঢালী ও সাগর সেনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, মানববন্ধনে একত্বতা প্রকাশ করে বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, অসিত বরণ সাহা, ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, মোহন লাল সাহা, অমরেশ ঢালী, বিধান চন্দ্র হালদার, চয়ন সাহা, গৌতম সরকার কাকন, শ্যামা প্রসাদ মন্ডল, রাজীব রায়, অধ্যাপক বিদ্যুৎ রায়, সনত কুমার হুই বাচ্চু, শিশির বিশ্বাস, পংকোজ বৈরাগী, বিকেন চন্দ্র গাইন, ভবেন্দ্রনাথ রায়, সঞ্জয় সরকার, দেবাশীষ সরদার পিন্টু, মিলন রায়, পরাগ বিশ্বাস, তাপস রায়, উত্তম রায়, পরিমল কান্তি বিশ্বাস, কমলেশ গোলদার, পরিতোষ বিশ্বাস, হরিদাম সরকার, তাপস কুমার রায়, বনোদেব গোসাই, শিবপদ মন্ডল, শিবপদ বৈরাগী, সমরেন্দ্রনাথ সরকার, পরিমল রায় প্রমুখ। 

মানববন্ধনে একত্বতা প্রকাশ করেন উপজেলা বিএনপির আহবায়ক সাবেক কাউন্সিলর অসিত কুমার সাহা, সদস্য সচিব আব্দুল মান্নান খান, পৌর বিএনপির আহবায়ক সাংবাদিক মোজাফফর হোসেন, আলামিন সানা, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা আক্তার নদী, আ‘লীগনেতা এবিএম রুহুল আমীন সরদার, মহিদুল ইসলাম শিপন ভূইয়া। 

এসময়ে মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সনাতনী শিক্ষক, শিক্ষিকা, বিভিন্ন মন্দিরের সনাতনী অসংখ্য ভক্ত বৃন্দ।   












« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত