মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
পদত্যাগ করেছেন জবি উপাচার্য সাদেকা হালিম
জবি প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ১:২১ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম পদত্যাগ করেছেন। শিক্ষার্থীদের বেঁধে দেয়া ২৪ ঘণ্টা আল্টিমেটাম শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করলেন।

গতকাল রোববার ১১ আগস্ট উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সাদেকা হালিম বলেন, আমি আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে পদত্যাগ করেছি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট, রেজিস্ট্রার এবং প্রক্টরিয়াল বডির সকল সদস্য পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম।

তিনি বলেন, উপাচার্য পদত্যাগ করেছেন। তাছাড়া প্রক্টরিয়াল বডির সদস্যরা আমাকে পদত্যাগ পত্র দিয়েছেন, আমিও পদত্যাগ করেছি। শুধু ট্রেজারার পদত্যাগ করেননি।

এর আগে, রোববার দুপুরে ২৪ ঘণ্টার মধ্যে উপাচার্য, প্রক্টরিয়াল বডি, হল প্রভোস্ট ও ছাত্রকল্যাণ পরিচালকদের পদত্যাগের আল্টিমেটামসহ, ক্যাম্পাসে ছাত্র-শিক্ষকদের রাজনীতি নিষিদ্ধ, ছাত্র সংসদ কার্যকর করাসহ ১৩ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত