বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
বিদেশে পালানো ঠেকাতে শাহ আমানত বিমানবন্দরে নজরদারি জোরদার
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৩:১৪ PM
সন্ত্রাস-নৈরাজ্যে জড়িত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিদেশে পালানো ঠেকাতে কঠোর অবস্থানে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। ইতোমধ্যে তারা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের দুই নেতার বিদেশ যাওয়া ঠেকিয়ে দিয়ে সেনাবাহিনীর হাতে তাদের সোপর্দ করেছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বলেন, ‘গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ এবং দেশত্যাগ করেন। 

ছাত্র-জনতার ওপর হামলা ও সহিংসতায় জড়িত আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশত্যাগ করতে পারেন, এই তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে নজরদারি জোরদার করা হয়েছে। ইতোমধ্যে দুজনকে দেশত্যাগে বাধা দেওয়া হয়।’

বিমানবন্দর সূত্র জানিয়েছে, গত ৭ আগস্ট সৌদি আরবে যাওয়ার পথে চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজকে আটকে দেওয়া হয়। ১০ আগস্ট দিল মোহাম্মদ নামে ফেনীর এক সাবেক ছাত্রলীগ নেতাকে আটক করা হয়। এ দুজনের বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে।

এ ছাড়াও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য নুরুল আজিম রনিকে গত ৯ আগস্ট দিবাগত রাত পৌনে ১টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন,‘চট্টগ্রামে ছাত্র-জনতার ওপর যেসব পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গুলি-হামলা করেছে তাদের আইনের আওতায় আনতে হবে। ইতোমধ্যে প্রশাসনের প্রতি আমরা এ দাবি করেছি। প্রশাসন এ বিষয়ে আমাদের আশ্বস্ত করেছে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত