শনিবার ২৬ এপ্রিল ২০২৫ ১৩ বৈশাখ ১৪৩২
শনিবার ২৬ এপ্রিল ২০২৫
গাজীপুরে পুলিশের সকল কার্যক্রম শুরু
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৫:৫২ PM
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সকল থানার কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে বলে জানিয়েছেন জিএমপি কমিশনার মো. মাহবুব আলম। 

শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সড়কে যানবাহন চলাচল নিশ্চিতে কাজ করছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। সোমবার সকালে  ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর স্টেশন রোড এলাকায় এক প্রেস ব্রিফিং এসব তথ্য নিশ্চিত করেন তিনি। এ সময় গাজীপুর মেট্রোপলিটনের বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জিএমপি কমিশনার বলেন, পুলিশ থানার ভেতরে ও বাইরে কাজ করছে। সহিংসতায় পুড়ে যাওয়া থানা ও পুলিশ বক্সগুলোর কাজ অন্য জায়গা থেকে পরিচালিত হচ্ছে। অতিদ্রুত সময়ের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। 

পুলিশ পুরোদমে কাজ শুরু করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ভেঙ্গে যাওয়া পুলিশের মনোবল ফিরে আসছে। আশা করছি দুই তিন দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে।

তিনি আরো বলেন, পুলিশের এখন আর কোনো ভয় নেই। সবাই পুলিশকে সার্বিক সহযোগিতা করছেন। স্বাভাবিকভাবেই কাজ করছেন। অপরদিকে ট্রাফিক পুলিশের পাশাপাশি সড়কে শৃঙ্খলার কাজ করেছেন শিক্ষার্থী ও জনতা।

উল্লেখ্য, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশব্যাপী পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে হতাহতের ঘটনার পর পুলিশে সংস্কারের দাবিতে গত ৬ আগস্ট থেকে কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন। 

এরপর থেকে পুলিশ সদস্যদের সঙ্গে ট্রাফিক পুলিশের সদস্যরা সড়কে দায়িত্ব পালন না করে বিরতিতে ছিলেন। এতদিন পর নিরাপদে কর্মস্থলে ফিরতে পেরে উচ্ছ্বসিত তারা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত