শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
টঙ্গীতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুই শিক্ষকের পদত্যাগ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৬:৪০ PM আপডেট: ১২.০৮.২০২৪ ৬:৪৪ PM
গাজীপুরের টঙ্গীতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের দুই শিক্ষক। সোমবার দুপুর ১২টা থেকে সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের সামনের সড়ক অবরোধ করে শিক্ষক পদত্যাগসহ আরও ৮দফা দাবি নিয়ে বিক্ষোভ করেন বিদ্যালয়টির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। 

আন্দোলনের সময় ওই শিক্ষা প্রতিষ্ঠানের সহ প্রধান শিক্ষক মো. আবুল কাসেম নিজেই একটি সাদা কাগজে লিখিত আকারে পদত্যাগ করেন। পরে ছাত্র-ছাত্রীদের দাবীর প্রেক্ষিতে বিদ্যালয়ের গর্ভানিং বোডির সভাপতি হাফিজ উদ্দিন সরকার ক্রীড়া শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি মোস্তফা কামালকে সাময়িক বরখাস্ত করেন।   

শিক্ষার্থীরা জানায়, কোটা আন্দোলনে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে অংশগ্রহণ করতে চাইলে শিক্ষকরা তাদের বিভিন্নভাবে হয়রানি করে। আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়েও তাদের মারধর করানো হয় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের কটুক্তি করে প্রচারনা চালান বলে অভিযোগ তাদের। এছাড়া প্রতিষ্ঠানটির একাধিক শিক্ষক ও গভর্নিং বডির একাধিক সদস্যের অনিয়ম দুর্নীতির কারণে অভিযোগ তোলে ৮ দফা দাবিতে আন্দোলন শুরু করেন তারা।

শিক্ষার্থীরা আরও বলেন, বিদ্যালয়টির অধ্যক্ষ মনিরুজ্জামান, শিক্ষক মোস্তফা কামাল ও সহ প্রধান শিক্ষক আবুল কাসেমকে পদত্যাগ করতে হবে। এছাড়াও বিদ্যালয়টির শিক্ষক আব্দুল মোতালেব কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে আগামী তিন মাসের জন্য দায়িত্ব প্রদান করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে কোন প্রকার রাজনীতি থাকবে না বলে হুঁশিয়ার দেন এবং যে সকল শিক্ষকরা রাজনীতির সাথে সম্পৃক্ত তাদের রাজনৈতিক কোন প্রভাব প্রতিষ্ঠানে পড়তে পারবে না।

বিদ্যালয়টির বেতন ও পরীক্ষার ফি সহনশীল পর্যায়ে নিয়ে আসতে হবে। প্রত্যেকটি ক্লাসের জন্য একজন শিক্ষক নিযুক্ত করতে হবে। শিক্ষক লিয়াকত ও জান্নাতুল আকরামকে শিক্ষার্থীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখনীর কারণে প্রকাশ্যে এর জবাব দিতে ও ক্ষমা চাইতে হবে। 

সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের গর্ভানিং বোডির সভাপতি হাফিজ উদ্দিন সরকার বলেন, আন্দোলন কারি ছাত্র-ছাত্রীদের দাবীর প্রেক্ষিতে একজন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। আর একজন শিক্ষক নিজেই পদত্যাগ পত্র জনা দেন। অধ্যক্ষ মনিরুজ্জামান দেশের বাইরে থাকায় তার বিরুদ্ধে দেশে আশার পর ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত