শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
দশ দাবি পূরণে আমরণ অনশনে নজরুল বিশ্ববিদ্যালয়ের শুভ
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৬:৫০ PM
উপাচার্যের পদত্যাগ সহ দশ দফা দাবি আদায়ে অনশনে বসেছেন জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শুভ।

১২ আগস্ট (সোমবার) জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি, ট্রেজারার, রেজিস্ট্রারসহ সকল প্রশাসনিক ব্যক্তিবর্গ পদত্যাগ ও লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ শেষে আমরণ অনশন থাকার সিদ্ধান্ত জানান তিনি। এ সময় তার সাথে উপস্থিত ছিলো আরও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। 

সাধারণ শিক্ষার্থীদের পক্ষে দাবিগুলো হলো
১. অবিলম্বে সৈরাচার উপাচার্যের  পদত্যাগ করতে হবে এবং পরবর্তী উপাচার্য নিয়োগের পূর্ব পর্যন্ত সকল সাধারণ শিক্ষার্থীদের মতামত ও বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী  যোগ্য ব্যক্তিকে দায়িত্ব হস্তান্তর করতে হবে।

২. ট্রেজারার, রেজিস্টার, সকল অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক, সেকশন অফিসার, নিয়োগপ্রাপ্ত সকল কর্মকর্তা-কর্মচারীদের পদত্যাগ করতে হবে।

৩. বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র এবং শিক্ষক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

৪. যোগ্যতা ও মেধার ভিত্তিতে সকল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

৫. দূরত্ব, মেধা এবং আর্থিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের হলে সিট বরাদ্দ করতে হবে ও হলের সিট ভাড়া কমাতে হবে। একইসাথে হল বন্ধ অবস্থায় সিট ভাড়া মওকুফ করার ব্যবস্থা করতে হবে।

৬. সকল কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময় অফিসে আগমন ও প্রস্থান করতে হবে।

৭. প্রক্টরিয়াল বডি গঠনে শিক্ষার্থীদের মতামত গ্রহণ করতে হবে।

৮. শিক্ষার্থীদের সুবিধার্থে বাসের শিডিউল পরিবর্ধন করতে হবে। 

৯. সকল বিভাগে অবিলম্বে সেশন জট দূর করতে হবে। 

১০. বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে দক্ষ জনবল নিশ্চিত করতে হবে এবং সেবার মান নিশ্চিত করতে হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত